সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চার বিচারপতির বিরুদ্ধে তদন্ত চলমান

ফ্যাসিস্টের দোসর ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা ১২ বিচারপতির মধ্যে এখনও চার বিচারপতির বিষয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে ১২ জন বিচারপতির মধ্যে সর্বশেষ গত ৩১ আগস্ট বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন। ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
আরও পড়ুন: দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার, মামলা নিষ্পত্তি বৃদ্ধির আশা
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের অক্টোবরে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আইনজীবী সমাজের আন্দোলনের প্রেক্ষাপটে ১২ বিচারপতির বিরুদ্ধে ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ অভিযোগ ওঠে। এরপর প্রধান বিচারপতি তাদের বেঞ্চ দেওয়া থেকে বিরত রাখেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিল রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রেরণ করে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর
এরই মধ্যে কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন, কেউ অবসরে গেছেন এবং দুজনকে রাষ্ট্রপতি অপসারণ করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে চার বিচারপতির বিরুদ্ধে কাউন্সিলের তদন্ত চলমান রয়েছে।