জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই গণহত্যাকারীদের কেউ পার পেয়ে যাবে, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কিংবা কেউ পালিয়ে থেকে বাঁচবে— এ ধরনের দুরাশা করে লাভ নেই। প্রত্যেক অপরাধীকে আইনের মুখোমুখি হতেই হবে।”
আরও পড়ুন: সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত
তাজুল ইসলাম আরও বলেন, “ন্যায়বিচার সবসময় তার নিজ গতিতে চলে। আইন নিরপেক্ষভাবে কাজ করে। কেউ অপরাধ করেও পার পেয়ে যাবেন, এমনটা এখন বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়।”
তিনি বলেন, “যারা এতদিন শঙ্কা প্রকাশ করেছেন যে বিচার দেরি হচ্ছে, কিংবা আদৌ হবে কিনা— তাদের জন্যই এটি জবাব। তদন্তের যে সময় প্রয়োজন ছিল তা ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিবেদন হাতে আসার পর ধারাবাহিকভাবে ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।”
আরও পড়ুন: গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যা সংক্রান্ত বেশ কয়েকটি মামলা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “জাতির প্রত্যাশা— এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার যেন হয়— তা পূরণের পথে ট্রাইব্যুনাল সঠিকভাবে এগোচ্ছে। আমরা আশাবাদী, প্রত্যাশিত সময়ের মধ্যেই এসব মামলার বিচার শেষ করা সম্ভব হবে।”