অন্তর্বর্তীকালীন সরকার যত দৃঢ় থাকবে, সন্দেহ তত দূর হবে: তারেক রহমান

অন্তর্বর্তীকালীন সরকার যত দৃঢ় অবস্থানে থাকবে, ততই তাদের প্রতি সন্দেহ দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস একটি রোডম্যাপ ঘোষণা করার পর থেকে সন্দেহের অনেকটাই দূর হয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা দৃঢ়ভাবে অবস্থান নেবেন এবং কাজ করবেন, সন্দেহও ততটা আস্তে আস্তে চলে যাবে।”
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করে বিবিসি বাংলা।
তারেক রহমান বলেন, “আমি যখন সন্দেহের কথা বলেছিলাম, তখনো তারা নির্বাচনের রোডম্যাপ দেননি। পরবর্তীতে রোডম্যাপ ও সিদ্ধান্তে দৃঢ়তা দেখানোর পর মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে।”
আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। আমরা চাই এই সরকার সফল হোক। তারা যেন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন আয়োজন করতে পারে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার ক্ষণস্থায়ী, তবে একটি দেশ পরিচালনা বিশাল দায়িত্বের বিষয়। বাংলাদেশের মতো জনবহুল দেশ পরিচালনার জন্য জনগণের ম্যান্ডেটসহ শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন।”
এক এগারোর সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এক এগারোর সরকার ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ একটি সরকার। তারা দেশের রাজনীতিকে ধ্বংস করে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল।”
কূটনীতি বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বিএনপির মূলনীতি একটাই—সবার আগে বাংলাদেশ। কূটনীতিতে আমাদের নীতি হচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থ অক্ষুণ্ন রাখা। আমার জনগণ, আমার দেশ—এটাই প্রধান।”