কামরুল আহসান অতিরিক্ত আইজিপি প্রশাসন নিযুক্ত, পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২২ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। ফাইল ফটো
অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এন্টি টেররিজম ইউনিট প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানকে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি প্রশাসন পদে নিয়োগ করা হয়েছে।

অপর দিকে, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি মো. রুহুল আমিনকে এন্টি টেরিজম ইউনিটের প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

আজ (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই রদবদল আদেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পুলিশ ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে দুইজন অতিরিক্ত আইজিপি একজন ডিআইজি ও তিনজন অতিরিক্ত ডিআইজির দপ্তর রদবদল করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

দুটি প্রজ্ঞাপন