বনানীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৩ | আপডেট: ৭:৪০ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আহত হন এক গার্মেন্টস শ্রমিক। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে তার সহকর্মীরা। এ ঘটনায় সকাল সোয়া ১০টা নাগাদ সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ট্রাফিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

এর ফলে বনানীর সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট ও অর্থপাচার: অর্থ উপদেষ্টা

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানান গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান।

তিনি জানান, বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পায়ে আঘাত পান গার্মেন্টসের এক শ্রমিক। পরে সড়ক অবরোধ করে গার্মেন্টসটির শ্রমিকরা। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সরকারকে এক মাস সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

তিনি আরও বলেন, অবরোধে বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল। সকাল সোয়া ১০টায় ট্রাফিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে রাস্তার দুই পাশ দিয়েই চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় বনানী ও পার্শ্ববর্তী এলাকার সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।