জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (২৪ মে ) বিকেলে কুলাউড়া উপজেলা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী'র প্রটোকল অফিসার জনাব মোহাম্মদ আবু জাফর রাজু।
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ চলছে: পররাষ্ট্র উপদেষ্টা
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধার জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা সহকারী ভূমি অফিসার কুলাউড়া মেহেদী হাসান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস সালেক দুলাল, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছাদ্দিক আহমেদ নোমান, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহিবুল ইসলাম আজাদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কোয়াব সভাপতি মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতাহ, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তাজ খান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মোস্তাকিম আহমেদ মোস্তাক, কুলাউড়া উপজেলা যুব লীলেন সভাপতি আব্দুস শহীদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কুলাউড়া উপজেলা যুব লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ নাহিদ আহমদ, কুলাউড়া উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক এস এম জুনাব আহমদ, কুলাউড়া উপজেলা যুব লীগের সদস্য জাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা সেচ্ছা সেবক লীগের সদস্য মোস্তাকিম আহমেদ, কুলাউড়া পৌরসভার সাবেক কমিশনার ফয়জুর রহমান ফুল, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ, উপজেলা তাতী লীগের সদস্য সচিব এবাদুল আলম সুলাভ, পৌর তাতী লীগের সাধারণ সম্পাদক রবিন ভূইয়া, কুলাউড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বক্স, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতা মিনার বক্স, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রাশীদ, ছাত্রলীগ নেতা হাসান আহমেদ, যগ্ম আহবায়ক রুমেল আহমদ, ছাত্রলীগ নেতা অনুপম মালাকার, ছাত্রলীগ নেতা সৌরভ মালাকার, কুলাউড়া কলেজ ছাত্রলীগের নেতা মাহফুজ আহমদ,ছাত্র লীগ নেতা মিনহাজ আহমেদ, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।





