পণ্যের দাম ইচ্ছামতো বাড়িয়ে দিলে কঠোর ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার কাঁচা মরিচের দাম কমানোর জন্য ভারত থেকে আমদানির সুযোগ দিয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখন কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে— পণ্যের দাম ইচ্ছামতো বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে, তারা এ নিয়ে কাজও করছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।‘
বৃহস্পতিবার (০৬ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চলচ্চিত্র শিল্পের উত্থানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য সচিব হুমায়ন কবির খোন্দকার, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অপু বিশ্বাস উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের অধিকার কখনো ক্ষুণ্ণ হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বমন্দা সত্ত্বেও দেশ সঠিক খাতে আছে, দেশ সঠিকভাবে চলছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, আমাদের অর্থনীতির চাকা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সূচকগুলো সেটিই প্রমাণ করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, অর্থনীতির সূচকগুলো গত কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে যে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, রিজার্ভ বেড়েছে। রফতানি আয়ও বেড়েছে। এগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে।
আরও পড়ুন: মেধা পাচার রোধে 'ট্যালেন্ট হান্ট পুল' গঠন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে; এর তীব্র নিন্দা জানাই। সেখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে— মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশে পান থেকে চুন খসলেই বিবৃতি দেয় বা অনেক ক্ষেত্রে বিবৃতি বিক্রি করে, অথচ এক্ষেত্রে তারা নিশ্চুপ। বিশ্বের যেসব দেশ বিভিন্ন সময়ে মানবাধিকার নিয়ে পরামর্শ দেয়, তাদের বক্তব্যও খুঁজে পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক।