কুকি-চিনের প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেপ্তার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৪ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।

আরও পড়ুন: মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদের আহ্বান

আটক চেওসিম বম (৫৫) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড শারন পাড়া এলাকার মৃত রোয়াল খুব বমের ছেলে।

এইচ এম সাজ্জাদ বলেন, চেওসিম বম এর সঙ্গে নাথান বমের আত্মীয়তা সম্পর্ক রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি অভিযানও চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, অন্যদের অবস্থান ও পরিকল্পনা জানা যাবে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

তিনি জানান, বান্দরবান জেলার মধ্যে প্রথম কুকি-চিন ন্যাশনাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান নামে একটি সংগঠন গঠন করা হয়েছিল। যেখান থেকে যাত্রা শুরু করে ধিরে ধিরে কেএনএফ বর্তমান অবস্থায় পৌঁছায়। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক ছিলেন চেওসিম বম। তার বাড়িতে বসেই নাথান বম ও জঙ্গী নেতা শামীম মাহফুজের জঙ্গী প্রশিক্ষণের চুক্তি হয়। এছাড়া দীর্ঘদিন ধরে কেএনএফের জন্য সে টাকা সংগ্রহ করে আসছিল। আজ ভোরে সুয়ালক এলাকার একতলা একটি ভবনে অভিযান চালিয়ে ঘরের গোপন চৌকাট বক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে দুটি এয়ার গান জব্দ করা হয়।