গাড়ি ছেড়ে অটোরিকশায় বিদায়ি ইইউ রাষ্ট্রদূত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৪ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আজ বুধবার ঢাকার রাস্তায় ব্যাহত হয়ে পড়েছিল যানবাহন চলাচল। এতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও রক্ষা পাননি।

ধানমন্ডিতে নিজ বাসস্থান থেকে সংসদ ভবনে যেতে গেলে রাস্তায় যানজটে আটকে পড়েন তিনি। পরে বাধ্য হয়ে তিনি তার গাড়ি রাস্তায় ফেলে দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চেপে সংসদ ভবনে যান।

আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‌্যাবে গণবদলি

জানা গেছে, আজ বুধবার সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার পূর্বনির্ধারিত বিদায়ী সাক্ষাৎ ছিল। শিগগিরই ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রদূত হোয়াইটলি।

এই অদ্ভুত ঘটনার একটি ছোট ভিডিও শেয়ার করেছেন রাষ্ট্রদূত হোয়াইটলি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে এক্সপ্রেসওয়ে ধরে হেঁটে যাচ্ছেন তিনি। তার সাথে রয়েছেন ইইউর ডেপুটি হেড অব মিশন বার্নড স্প্যানিয়ার। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর তারা দুজনেই একসাথে একটি সিএনজিতে চেপে রওনা হন।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

এ নিয়ে চার্লস হোয়াইটলি একটি ছোট ভিডিও শেয়ার করেছেন এক্স-এ। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি ছেড়ে বেশ চনমনে মনে হেঁটে যাচ্ছেন এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। মোবাইলফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজেদের বন্দি করছেন ফ্রেমে। এরপর বার্নড স্প্যানিয়ারকে নিয়ে অটোতে রওনা হন।

ভিডিওর ক্যাপশনে রাষ্ট্রদূত লিখেছেন, বিক্ষোভের কারণে আমরা গাড়িটি এক্সপ্রেসওয়েতে ফেলে রেখেছিলাম। সিএনজিচালিত অটোতে মাননীয় স্পিকারের আহ্বানে পৌঁছেছিলাম (সংসদ ভবনে)।