ডিবি হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবিঃ সংগৃহীত
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ এবং তার স্ত্রী শিরিন আক্তারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস
হারুন অর রশীদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুদকের তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এই আশঙ্কা থেকেই আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুদকের আবেদন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব