১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান স্বরচিত কবিতা পাঠ করেন।
তারেক রহমান জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয় উল্লেখ করে বলেন, সৈনিক হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি। পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
এছাড়া তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে যেয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।
দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, শিল্পী বেবি নাজনীন, কনক চাঁপা, আমরা বিএনপি পরিবারের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মোরশেদ হাসান খান, ডা. আমানুল্লাহ প্রমুখ।





