এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া

ছবিঃ সংগৃহীত
অবশেষে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়াকে। তিনি অভিজ্ঞ ও মেধাবী হিসেবে অতীতে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। তিনি তৃতীয় গ্রেডের কর্মকর্তা। আগামী ছয় মাসের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।
দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা প্রকৌশলী মোজাক্কের জাহের ও জুলফিকার আলীকে ডিঙ্গিয়ে তাকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দুইজনের চাকরির বয়স এ মাসে শেষ হবে। গত ৩১ জানুয়ারী এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ অবসর গ্রহণ করেন।