‘উৎসব হোক’ লিখে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস

বুধবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘উৎসব হোক!’ লিখে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই নেটিজেনরা সেই পোস্টে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাচ্ছেন- এ পোস্টের মধ্যদিয়ে কীসের ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এ নেতা।
মূলত চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে আজ (বুধবার) রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। এ তালিকা থেকে বাদ যাননি হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুমরাও।
আরও পড়ুন: বিএনপি নেতৃবৃন্দের শোক, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল
ধারণা করা হচ্ছে, বুলডোজার মিছিল ইস্যুকে কেন্দ্র করে এ পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।
ফেসবুকে স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।
আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ৩২ এর সাথে সাথে সমাধি সৌধটাও হিসেবে রাখবেন আর কি মাথায়! ৬ মাসে একটা, এক বছরে আরেকটা। মুখ খুললেই বুলডোজার।