ঈদের দিনে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে যান রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ০৭ জুন ২০২৫ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ রিকশাচালক জনাব কামালের বাসায় তার পরিবারের সাথে নয়াপল্টনে তাদের বাসায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। শহিদ কামালের স্ত্রীকে এসময় আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া ১৯শে জুলাই, ২০২৪-এ স্বৈরাচারের পুলিশের গুলিতে শহিদ, মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ০৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল-সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি