সচিবালয় বহুমুখী সমবায় সমিতির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়স্থ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর নতুন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

জেলা সমবায় কার্যালয়, ঢাকা থেকে গত ৩ জুন তারিখে জারিকৃত স্মারক নং ৪৭.৬১.২৬০০.০০০.৩৩.৪২/৭৭-১২৭৩ এর মাধ্যমে গঠিত অন্তর্বর্তী কমিটির নির্দেশনার ভিত্তিতে এ দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত

সাবেক সম্পাদক মো. মজিবুর রহমান নতুন কমিটির সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম সেলিম-এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। একইসঙ্গে মোজাহিদুল ইসলাম সেলিম দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় জানানো হয়, সমিতির হিসাবপত্র, নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব বিষয় অফিস ম্যানেজারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: এনটিএমসি বিলুপ্ত, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধনী পাশ

এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে সমিতির প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে এবং নতুন কমিটির নেতৃত্বে কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।