সচিবালয় বহুমুখী সমবায় সমিতির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ সচিবালয়স্থ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর নতুন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
জেলা সমবায় কার্যালয়, ঢাকা থেকে গত ৩ জুন তারিখে জারিকৃত স্মারক নং ৪৭.৬১.২৬০০.০০০.৩৩.৪২/৭৭-১২৭৩ এর মাধ্যমে গঠিত অন্তর্বর্তী কমিটির নির্দেশনার ভিত্তিতে এ দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
আরও পড়ুন: চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
সাবেক সম্পাদক মো. মজিবুর রহমান নতুন কমিটির সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম সেলিম-এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। একইসঙ্গে মোজাহিদুল ইসলাম সেলিম দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় জানানো হয়, সমিতির হিসাবপত্র, নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব বিষয় অফিস ম্যানেজারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশে সীমা, গাড়ি থামার সময় নির্ধারণ করল বেবিচক
এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে সমিতির প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে এবং নতুন কমিটির নেতৃত্বে কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।