'অহিংস'র সমাবেশে দুর্নীতিবিরোধী আইন পাশের দাবি

বৈষম্যবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘অহিংস দুর্নীতিবিরোধী মঞ্চ’ আয়োজিত সংহতি সমাবেশে বক্তারা ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শীর্ষক আইন সংসদে পাশের দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের আন্দোলন কেবল কোটা নয়—ফ্যাসিবাদ, দুর্নীতি, অর্থপাচার, বেকারত্ব ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে ছিল। সমাবেশে জানানো হয়, অহিংসের নেতৃত্বে ১ কোটি ৮০ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ৮ উপদেষ্টার বিরুদ্ধে সাত্তারের দুর্নীতির অভিযোগ দায়িত্বজ্ঞানহীন: মন্ত্রিপরিষদ সচিব
অহিংসের প্রস্তাবিত আইনে পাচারকৃত অর্থ বাজেয়াপ্ত করে তৃণমূল জনগণের মধ্যে সুদবিহীন, জামানতবিহীন ঋণ বিতরণের কথা বলা হয়েছে। ‘গণশুনানী’র মাধ্যমে দুর্নীতিবাজদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থাও প্রস্তাব করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, এই উদ্যোগ বাংলার ‘রবিনহুড’ মডেল হিসেবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সমাবেশে অহিংস নেতাদের ওপর হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।