সীমান্তে বাহাদুরির দিন শেষ: চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্তে বিএসএফের আগ্রাসী কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, আজ সেই বাহাদুরির দিন শেষ। যদি আবার কোনো সীমান্তে পাঁয়তারা বা আগ্রাসন চালানো হয়, তাহলে আমরা সীমান্তে লংমার্চের ডাক দেব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।"

রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আম ও রেশম শিল্পের দুরবস্থা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, "চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হলেও আম শিল্পকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। একইভাবে এক সময়ের সমৃদ্ধ রেশম শিল্প এখন বিলুপ্তির পথে। এই শিল্পগুলো রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে।"

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

স্থানীয়দের দীর্ঘদিনের ট্রেন সংযোগের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, "আপনারা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন চান, আমরা এই দাবির সঙ্গে একমত এবং এ দাবিকে এগিয়ে নিয়ে যাব।"

জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, "গণঅভ্যুত্থানের পর আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ইনসাফ থাকবে, বৈষম্য থাকবে না। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র সেই স্বপ্নের দিকনির্দেশনা দেয়।"

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।