জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভের ডাক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে কওমি মাদরাসাভিত্তিক ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এই সিদ্ধান্তকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে।

এ বিষয়ে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেন, “জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের একটি কৌশল। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। আমরা সকল ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় নাগরিকদের দলমত নির্বিশেষে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এদিকে বৃহস্পতিবার (১০ জুলাই) সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় স্থাপন সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়’-এর মিশন স্থাপনের এই উদ্যোগ ‘নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন’-এর আওতাধীন ঐচ্ছিক প্রটোকলের আলোকে নেওয়া হয়েছে। ২০০২ সালে গৃহীত এই প্রটোকলের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা।

তবে হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলোর মতে, এটি একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের পথ খুলে দিতে পারে, যা জনমতেও বিতর্ক সৃষ্টি করছে।