বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৩৩ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা দেশের সব মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট সব খতিব, ইমাম ও মসজিদ কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

এদিকে, বিমান দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের শুরুতেই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

এছাড়া, দুর্ঘটনায় নিহত স্কুলটির দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।

উল্লেখ্য, বুধবারের ওই মর্মান্তিক ঘটনায় একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হলে শিক্ষক-শিক্ষার্থীসহ একাধিক প্রাণহানি ঘটে। এই ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।