বসুন্ধরা সেন্টারে আ. লীগ কর্মীদের গেরিলা ট্রেনিং দেওয়া মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বসুন্ধরা কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় তাকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়েছে বলে ডিবি এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জাফরিন সেনাবাহিনীর হেফাজতে আটক ও বিচারাধীন মেজর সাদিকের স্ত্রী। এ ব্যাপারে ভাটারা থানায় সন্ত্রাস দমন আইনে গত ১৩ জুলাই একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি

মামলা ও গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে ৪০০ আওয়ামী লীগের নেতাকর্মীকে হাতে-কলমে গেরিলা প্রশিক্ষণ দেন মেজর সাদিক ও তার স্ত্রী জাফরিন। মেজর সাদিককে সেনাবাহিনী হেফাজতে নিয়ে প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকেই তার স্ত্রী সুমাইয়া জাফরিন পলাতক ছিলেন।

গোয়েন্দা সূত্র আরও জানায়, রাজধানীর শাহবাগ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার জন্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা