কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে বাড্ডা থেকে উত্তরা এবং কুড়িলগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক এই কর্মসূচি শুরু করেন। বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনেই যান চলাচল বন্ধ করে দেন।

গুলশান ট্রাফিক বিভাগ এক ফেসবুক পোস্টে জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যেতে পারছে না। এসময় সাধারণ যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: শঙ্কা কাটছে: নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো

বিকল্প রুটগুলো হলো:

১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যাওয়া।

আরও পড়ুন: ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

২. রামপুরা থেকে কুড়িলগামী যানবাহন বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া।

৩. রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ হয়ে উত্তরের দিকে যাওয়া।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।