ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে লুইস এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার এবং গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবদুস সালাম আজাদের
লুইস বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে সরকারের চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে মতবিনিময় করা হয়।
আরও পড়ুন: মহানবীর রাষ্ট্রব্যবস্থা ছাড়া মুক্তি নেই: ইমাম হায়াত
এ সময় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও এ মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিসহ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন।
জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।