জুলাই আন্দোলনের দুই হত্যা মামলা: আনিসুল হক রিমান্ডে, ডা. এনামুর গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে শাকিল আনোয়ার হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে রিট শুনতে অপরাগতা প্রকাশ হাইকোর্টের
শাওন হত্যা মামলায় সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া গত ২৬ জুলাই আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে শাকিল হত্যা মামলায় আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম ২ সেপ্টেম্বর ডা. এনামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
প্রসিকিউশন পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ জানান, শুনানিতে আনিসুল হকের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। তবে আদালত আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি আদালত ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে আবারও মিলল নতুন তথ্য
মামলার এজাহার অনুযায়ী, সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন ৪ আগস্ট আশুলিয়ার বাইপাইল মোড়ে আন্দোলনে যোগ দেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ভাই তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০-৪০০ অজ্ঞাতনামা আসামিকে যুক্ত করে মামলা দায়ের করেন।
অন্যদিকে ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় আন্দোলনে অংশ নেন শাকিল আনোয়ার। দুপুর আড়াইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় শাকিলের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন।