মহানবীর রাষ্ট্রব্যবস্থা ছাড়া মুক্তি নেই: ইমাম হায়াত

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, “সুন্দর, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই।”
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবদুস সালাম আজাদের
তিনি বলেন, “প্রিয়নবীর প্রদত্ত বৈষম্যহীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ছাড়া খুন, জুলুম ও স্বৈরশাসনের অন্ধকার থেকে মুক্তি সম্ভব নয়। মহানবীর পথ ছাড়া মানবজীবন মিথ্যা, জুলুম ও অন্যায়ে নিমজ্জিত হবে।”
ইমাম হায়াত আরও অভিযোগ করেন, বর্তমানে ইসলামের নামে উগ্রবাদ ও গোষ্ঠীবাদ ছড়িয়ে পড়েছে। তাই ইসলামের সঠিক মর্মবাণী বুঝে, সেই আলোকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা