বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজধানীর রমনা বটমূলে আনুষ্ঠানিকভাবে এ দলের যাত্রা শুরু ঘোষণা করেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৭ বছরের পথপরিক্রমায় সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি বর্তমানে গণমানুষের অধিকার, ভোটাধিকার, বহুদলীয় গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত। নির্বাসিত জীবন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনকে নতুন করে শক্তিশালী করেছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রাজনৈতিক প্রতিহিংসার মামলায় দীর্ঘ কারাবাস শেষে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এখন দেশের রাজনীতিতে সর্বব্যাপী প্রভাব বিস্তারকারী অবস্থানে আছে। রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুবউল্লাহ বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপির ঐতিহাসিক দায়িত্ব রয়েছে এবং এ মুহূর্তে সর্বোচ্চ জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে।

কর্মসূচি

আরও পড়ুন: নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার পর জাতীয় পার্টি নিয়ে অস্থিরতার নেপথ্যে

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ছয় দিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে—

 ১ সেপ্টেম্বর: নয়াপল্টনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও র্যালি।

২ সেপ্টেম্বর: নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালি।

৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র্যালি।

৪ সেপ্টেম্বর: বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান।

৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা।

এছাড়া জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ।