নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

Sadek Ali
আশিকুর রহমান,নরসিংদী
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০৫ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরার সীমানা জটিলতার কারণে রায়পুরার চাঁনপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক প্রনয় ভৌমিককে হত্যার হুমকি দেয় স্থানীয় অজ্ঞাত ব্যক্তিরা। সাংবাদিক প্রনয় ভৌমিক দৈনিক যুগান্তর এর রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং রায়পুরা প্রেসক্লাবের সদস্য।

এ ব্যাপারে শনিবার (৩০ আগষ্ট) সাংবাদিক প্রনয় ভৌমিক বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নম্বর- ১৬৪২।

আরও পড়ুন: সিলেটে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, আহত ৫

জানা যায়, গত ১৯ আগস্ট ঢাকা থেকে  প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকায় সীমানা জটিলতা, রায়পুরার চাঁনপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে স্থানীয় অজ্ঞাতরা ক্ষুদ্ধ হয়ে সাংবাদিক প্রনয় ভৌমিককে বিভিন্নভাবে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর তিনি স্থানীয় সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অবগত করেন। পরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সিলেট স্টেডিয়ামে বিসিবির দুর্বল ব্যবস্থাপনা, গেট ভেঙে ঢুকলো দর্শকরা

এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছি তারা।