গোবিন্দগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা ফরহাদ গ্রেফতার

Sadek Ali
রবিউল হাসান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৫ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড ও অপ তৎপরতায় জড়িত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কর্মকান্ডের সাথে জড়িত থেকে সামাজিক, আইন শৃঙ্খলা ও সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ সহ তদন্তে প্রাপ্ত স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা ফারদিন ইসলাম ফরহাদ কে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গোবিন্দগঞ্জ মহিলা কলেজ এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃৃৃত ফরহাদ গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য ও গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন বলে থানা সূত্রে জানানো হয়। আজ বুধবার দুপুরে তাকে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আদালতে চালান করা হয়।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ সেকেন্ড অফিসার সেলিম রেজা।