অপরাজিতা ২ প্রকল্পের অবহিতকরণ সভা

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৪ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে ২৫ আগস্ট সোমবার দুপুরে সাভার উপজেলা কনফারেন্স রুমে অপরাজিতা ২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী ইঞ্জিনিয়ার, ডিপিএইচই, জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর, মাধ্যমিক শিক্ষা অফিস, জাকিয়া নাজনীন, প্রোগ্রাম লিড ও জাহিদা সুলতানা সহ স্থানীয় সরকার এবং ভার্কের কর্মকর্তাগণ।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার বলেন, অপরাজিতা প্রকল্পে “স্কুলের মেয়ে ও পোশাক শিল্পে নিয়োজিত নারীদের জন্য মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সুবিধা সম্বলিত টয়লেট নির্মাণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরাও অন্তত ৩০টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি।” তিনি ভার্ক-এর অপরাজিতা প্রকল্পের কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ প্রকল্পের কার্যক্রমের উপর বিভিন্ন মতামত প্রদান করেন এবং তারা ভার্ক কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন

অপরাজিতা প্রকল্পটি ভার্ক অক্টোবর ২০২২ সাল থেকে এইচ এন্ড এম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ও ওয়াটারএইড-এর কারিগরি সহযোগিতায় সাভার ও গাজীপুর এলাকায় পোশাক শিল্পে কর্মরত নারীদের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে কমিউনিটি, বিদ্যালয় ও ফ্যাক্টরি পর্যায়ে কাজ করছে।