ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৮ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। অভিযোগ রয়েছে, তাকে বেআইনিভাবে পদ থেকে সরানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। এর ফলে ফেডের স্বাধীনতা নিয়ে এক নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ইরান: আইআরজিসি

প্রতিবেদনে বলা হয়, আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণার আবেদন জানিয়েছেন লিসা কুক। মামলায় ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করা হয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, কুক মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন এবং সংবিধান অনুযায়ী তাকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তবে কুকের বক্তব্য, আইন অনুযায়ী তার পদ থেকে সরানোর মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।

আরও পড়ুন: ইসরায়েলের গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে কঠোর পদক্ষেপ নিতে হবে

আইনজীবী অ্যাবে লোওয়েল মামলায় লিখেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ নজিরবিহীন ও বেআইনি। কার্যকর হলে এটি ফেড বোর্ডের ইতিহাসে প্রথম ঘটনা হবে।

অন্যদিকে হোয়াইট হাউস মুখপাত্র কুশ দেশাই বলেন, প্রেসিডেন্ট তার বৈধ ক্ষমতাই প্রয়োগ করেছেন। তার ভাষায়, আর্থিক নথিতে অসঙ্গতির কারণে কুককে সরানো হয়েছে, যা ফেড বোর্ডের জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে।

তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ইচ্ছেমতো ফেড গভর্নরকে সরাতে পারেন না। কেবল ‘যৌক্তিক কারণ’ থাকলেই তা সম্ভব।

উল্লেখ্য, ফেড বোর্ডে বর্তমানে সাতজন গভর্নর রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের সুদের হার নির্ধারণকারী ১২ সদস্যবিশিষ্ট কমিটির অংশ। সাম্প্রতিক বৈঠকে লিসা কুক, চেয়ারম্যান পাওয়েলসহ বেশিরভাগ সদস্য সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে এবং এর মাধ্যমে ফেডের স্বাধীনতা নিয়ে বড় আইনি লড়াইয়ের সূচনা হতে পারে।