বাংলাদেশের দাপুটে জয়, নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু

শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগাররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ১৩৬ রানের স্কোর দাঁড় করায়। বাংলাদেশ বোলারদের দাপটে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা নিদামানুরু। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন।
আরও পড়ুন: ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ
পরে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে নির্ধারিত লক্ষ্য ১৩৭ রান তাড়াতে নেমে দুর্দান্ত শুরু হয়। প্রথম তিন বলেই পারভেজ হোসেন ইমন সীমানা ছাড়া করে একেবারে আক্রমণাত্মক শুরু করেন। তবে তৃতীয় ওভারে আরিয়ান দত্তের দুর্দান্ত বোলিংয়ে ৯ বলে ১৫ রান করে ফিরে যান ইমন।
তবে এরপর দলকে শক্ত ভিত দেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তামিম ২৪ বলে ২৯ রান করে আউট হলেও, লিটন তাণ্ডব চালিয়ে ফিফটি পূর্ণ করেন মাত্র ২৬ বলে। সাইফ হাসান ১৯ বলে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশ আবারও হারাল নেপালকে
এর আগে, নেদারল্যান্ডসের ইনিংসে বাংলাদেশের বোলিং ছিল ধারাবাহিক। প্রথমে শেখ মেহেদি হাসান এবং শরিফুল ইসলামের ভালো শুরু, এরপর তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে উইকেট পায় বাংলাদেশ। সাইফ হাসান দুই বছর পর দলে ফিরে প্রথম ওভারে দুটি উইকেট তুলে নেন।
এদিন লিটন দাস ও সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশের দাপট দেখানো পারফরম্যান্সে দল ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিরিজে ১-০ এগিয়ে গেল।