ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা: ইসরাইল বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলি শাসনব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থা। এই মন্তব্য তিনি নিজের অফিসিয়াল এক্স (ঢ) পেজে হিব্রু ভাষায় শেয়ার করেছেন।
মেহের সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ইমাম রেজা (আ.)-এর শোক অনুষ্ঠানে দেওয়া উদ্ধৃতিটি টুইট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, আজ, আমাদের শত্রু ইহুদিবাদী শাসনব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিসমূহ ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত, এমনকি সরকারগুলোও এর নিন্দা করে।
আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
এর আগে খামেনি অভিযোগ করেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, তা ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ ছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের ‘আনুগত্যে বাধ্য করা’।
ইরানি নেতার দাবি, বিদেশি শক্তিগুলো ভেতর থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক
খামেনি দেশবাসীর প্রশংসা করে বলেন, “আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়।”