আসছে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ’

অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে অনলাইন বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ে পণ্য বা সেবা সরবরাহ না করলে মূল্যের কয়েক গুণ জরিমানা আরোপ করা হবে। নিষিদ্ধ পণ্য বিক্রির ক্ষেত্রেও থাকছে বড় অঙ্কের জরিমানার বিধান।

এমন বিধান যুক্ত করে ‘ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ অধ্যাদেশ’ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গ্রাহকসেবার কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে

২০২৪ সালের মে মাসে তৎকালীন মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন পেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি আর এগোয়নি। এখন নতুন করে খসড়া তৈরি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ই-কমার্স খাতের বিকাশ, শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতা-গ্রাহকের অধিকার সুরক্ষা ও প্রতারণা প্রতিরোধের জন্যই এ অধ্যাদেশ আনা হচ্ছে।

আরও পড়ুন: আজ আপনার ফেসবুক পাসওয়ার্ড বা ফোনের OTP কোটি টাকার সম্পদ

শাস্তি: মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করলে ২ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা।

পণ্য সরবরাহ: নির্ধারিত সময়ে সরবরাহ না করলে কয়েক গুণ জরিমানা।

নিষিদ্ধ পণ্য: পরিবেশ ক্ষতিকর, আমদানি নিষিদ্ধ বা লাইসেন্সবিহীন পণ্য বিক্রি করলে বড় জরিমানা।

লাইসেন্স বাধ্যতামূলক: ডিজিটাল কমার্স চালাতে হলে কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হবে।

ডিবিআইডি (Digital Business Identity):প্রতিটি প্রতিষ্ঠানকে নিবন্ধিত হতে হবে।

অতিরিক্ত নিয়ন্ত্রণ: লটারি আয়োজন, অনুমতি ছাড়া গিফট কার্ড, ওয়ালেট বা ক্যাশ ভাউচার বিক্রি করলে জরিমানা।

বর্জিত ক্ষেত্র: অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা, এমএলএম আইনাধীন কার্যক্রম, অনলাইন জুয়া, যৌন পণ্য বা এসকর্ট সেবা।

অধ্যাদেশ কার্যকর হলে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ নামে একটি সংস্থা গঠন করা হবে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। একজন নির্বাহী চেয়ারম্যান ও চার সদস্যের সমন্বয়ে কর্তৃপক্ষ পরিচালিত হবে। পাশাপাশি বাণিজ্যমন্ত্রী বা বাণিজ্য উপদেষ্টাকে প্রধান করে উপদেষ্টা পরিষদও থাকবে।