কাপাসিয়া সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী বাছাই কার্যক্রম শুরু

গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবন্ধী ‘সুবর্ণ নাগরিক পরিচয়পত্র’ সংগ্রহের জন্য যাচাই-বাছাই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৫ আগস্ট সোমবার দিনব্যাপী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুবিধা নিতে আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিরা তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত জরিপ ফরম পূরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকের প্রত্যয়ন নিয়ে জমা দিতে হবে। পরে তা উপজেলা যাচাই-বাছাই কমিটি আগামী এক মাসের মধ্যে প্রক্রিয়া শেষে তালিকা প্রকাশ করবে। পরবর্তীতে বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদনের পর আবেদনকারীদের “সুবর্ণ নাগরিক পরিচয়পত্র” প্রদান করা হবে। এছাড়া যেকোনো সময় প্রতিবন্ধীরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের নির্ধারিত ‘জরিপ ফরম’ পূরণ করে আবেদন করতে পারবেন। পরে এই পরিচয়পত্র গ্রহণকারীরা ‘প্রতিবন্ধী ভাতা’ পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নীতিমালা অনুসরণ করে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে নতুন প্রায় ৬’শ ৫০টি আবেদনপত্র জমা পড়েছে।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
ইতিপূর্বে চলমান ভাতা প্রদান কার্যক্রমে ৮ হাজার ৫’শ জন প্রতিবন্ধী প্রতিমাসে ৮’শ ৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠীসহ উপজেলার প্রায় ২৩ হাজার সুবিধাভোগী ব্যক্তি ভাতা পাচ্ছেন বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।