বাঁশখালীর ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাহউদ্দিন কামালের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী ও এলাকাবাসী।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপস্থিত ছাত্র-জনতা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানো দল আওয়ামী লীগের পদবীধারী একজন ইউপি চেয়ারম্যান বাঁশখালীতে এখনো পর্যন্ত বহাল থাকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। এই ইউপি চেয়ারম্যান অবৈধ এমপি ও চট্টগ্রামে ত্রাসসৃষ্টি করা সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। এছাড়া বর্তমানে ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। জুলাই আন্দোলনের পরেও দীর্ঘ সময় কিভাবে তিনি ইউনিয়ন পরিষদের মত গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। আমরা ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসর এই ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন,থমোহাম্মদ জাকের মিয়া, মো. শওকত, নুরুল ইসলাম, লেদু মিয়া, মো. ইমন, মো. সাকিল, মো. তারেক, ইসমাঈল, এছলাছ উদ্দীন সুমন, মো. ইলিয়াছ, শামীম ইসলাম হুদয়, কবির, মোহাম্মদ ফরহাদ, আরাফাত, রাব্বি, নাঈম, নুরুল আলম, সাগর, জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ সিহান প্রমুখ।’
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন