অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল পরিবারের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৪ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে দেখা গেছে, তাদের নামে মোট ১৪ কোটির বেশি টাকার অবৈধ সম্পদ রয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ প্রেক্ষিতে দুদক সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে।

আরও পড়ুন: ডিএমপির দুই অতিরিক্ত কমিশনার বদলি

এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালতের আদেশে গাজী মো. মোজাম্মেল হক, তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের তদন্তে উঠে এসেছে—ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের অর্জিত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা। অর্থাৎ তার অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৬৯ টাকা।

আরও পড়ুন: ২০২৬ সাল পর্যন্ত এসবি প্রধান ও র‌্যাব ডিজির চাকরির মেয়াদ বৃদ্ধি

 তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের অর্জিত সম্পদ ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৮৮৮ টাকা। এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৯০৩ টাকা। ফলে তার অবৈধ সম্পদ দাঁড়ায় ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৮৫ টাকা।

উল্লেখ্য, গাজী মো. মোজাম্মেল হক ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অ্যান্টি-টেররিজম ইউনিটে কর্মরত আছেন।