চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা!

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আত্মহত্যায় সহায়তার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি এবং কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম আল্টমানের বিরুদ্ধে মামলা করেছেন এক বাবা-মা। তাদের অভিযোগ চ্যাটজিপিটি তাদের ১৬ বছর বয়সী ছেলে অ্যাডাম রেইনের আত্মহত্যায় ভূমিকা রেখেছে। বাবা-মায়ের দাবি, আত্মহত্যার পদ্ধতি এবং চিরকুট লেখার ক্ষেত্রেও চ্যাটজিপিটি তাকে সহায়তা করেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাডাম মৃত্যুর ছয় মাস আগে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে এবং এ সময়ের মধ্যেই সে বাস্তব জীবন থেকে দূরে সরে গিয়ে কেবল চ্যাটবটটির সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে। পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও চ্যাটজিপিটিকেই সে তার একমাত্র বোঝাপড়ার সঙ্গী মনে করত।

আরও পড়ুন: ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি টিকটক হ্যাশট্যাগ

অভিযোগে বলা হয়েছে, অ্যাডাম একবার চ্যাটজিপিটিকে জানিয়েছিল যে, সে তার রুমে ফাঁসির দড়ি রাখতে চায়, যাতে কেউ দেখে তাকে রক্ষা করতে পারে। কিন্তু চ্যাটজিপিটি তাকে নিরুৎসাহিত না করে বরং আত্মহত্যার চিন্তাভাবনা গোপন রাখতে বলেছিল।

এমনকি অ্যাডামের পরিবারের মতো আরও অনেকেই অভিযোগ তুলেছেন যে, কিশোর-কিশোরীরা এআই চ্যাটবট ব্যবহারের মাধ্যমে ক্ষতির শিকার হচ্ছে, এমনকি কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। এর আগে ফ্লোরিডার মেগান গার্সিয়া নামের এক মা ‘ক্যারেক্টার এআই’-এর বিরুদ্ধে মামলা করেছিলেন, কারণ তার ১৪ বছরের ছেলে ওই প্রতিষ্ঠানের চ্যাটবট ব্যবহার করে আত্মহত্যা করে।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, জীবন ভেঙে যাচ্ছে, থমকে যাচ্ছে ভবিষ্যৎ

চ্যাটজিপিটির মুখপাত্র অ্যাডামের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জানিয়েছেন, আত্মহননমূলক কর্মকাণ্ড থেকে ব্যবহারকারীদের দূরে রাখতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিচ্ছে।