এনআই অ্যাক্ট মামলায় খালিয়াজুরীর চাকুয়া গ্রামে নারী গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অর্থ ঋণের (এনআই অ্যাক্ট) মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী হলেন চাকুয়া গ্রামের বাসিন্দা নমিতা রানী বর্মণ।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালানো হয়। লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজউদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সমিতি কর্তৃক দায়ের করা অর্থ ঋণের মামলায় আদালত নমিতা রানী বর্মণের বিরুদ্ধে সাজা প্রদান করে। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি মকবুল হোসেন বলেন, “আমরা আদালতের ওয়ারেন্ট তামিলের নির্দেশনা অনুযায়ী নমিতা রানী বর্মণকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ