কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

Sanchoy Biswas
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:১১ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানও আটক করা হয়।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল ৪ সেপ্টেম্বর ভোরে পালপাড়া এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ড ভ্যান থেকে ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

আরও পড়ুন: জৈন্তাপুরে লাল শাপলা বিলের সৌন্দর্য কেড়ে নিচ্ছে কচুরিপানা

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

বিজিবি জানায়, বিধি মোতাবেক জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে শীতের প্রভাব, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা