রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠক চলছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ-অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণফ্রন্ট। এছাড়াও, একটি সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টা

এর আগে রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেন। সেই বৈঠকগুলোতে তিনি দলগুলোকে আশ্বস্ত করে জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক আলোচনাকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা দরকার সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব