নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন আগামীকাল বুধবার জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে যমুনার গেটে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শফিকুল আলম।
আরও পড়ুন: নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টা
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা এই হামলার ঘটনাকে 'অত্যন্ত দুঃখজনক' বলে অভিহিত করেছেন।
প্রেস সচিব আরও জানান, এই সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে একটি এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে।
আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা দরকার সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, নুরের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তার স্ত্রী মারিয়া আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। মারিয়া আক্তার তার সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়ার প্রয়োজন বলে জানান।
সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হন। আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।