উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে 'উত্তরাঞ্চল ছাত্র ফোরাম'-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই নতুন কমিটি ঘোষণা করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন।
আরও পড়ুন: নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টা
নতুন কমিটির শীর্ষ পদগুলোতে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন:
সভাপতি: ইমতিয়াজ রাজা সৌরভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা দরকার সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব
সিনিয়র সহ-সভাপতি: ফারজানা আক্তার রিমি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
সহ-সভাপতি: সোহান রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেসবাউল আলম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নাইম ইমতিয়াজ লিমন (ঢাকা কলেজ)
সাধারণ সম্পাদক: মুজাহিদুল হক জিহাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
যুগ্ম-সাধারণ সম্পাদক: এস এম রাতুল হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সানাউল হোসাইন ভিকি (আশা বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান সাইমন (আইইউবিএটি), আব্দুল্লাহ হিল কাফি মোজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)
সাংগঠনিক সম্পাদক: নাইম হাসান (সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়), শিব্বির আহম্মেদ (প্রাইম বিশ্ববিদ্যালয়)
দপ্তর সম্পাদক: সোআইব ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
নতুন কমিটির বাকি পদগুলো নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের সহায়তায় শিগগিরই পূর্ণাঙ্গ করা হবে।