পরীমণির স্ট্যাটাসে শোবিজ-রাজনীতির বিতর্ক, ‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’
চলচ্চিত্র এবং রাজনীতির মিলনক্ষেত্র আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিতর্কের জন্ম দেন নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়ায় বিষয়টি রাজনীতি ও শোবিজ মহলে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।
এবার বিষয়টি আরও চটকদার করলেন চিত্রনায়িকা পরীমণি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, "আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।"
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
যদিও পরীমণি স্ট্যাটাসে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি, তবু নেটিজেনদের একাংশ এটিকে সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করছে বলে মনে করছে।
উল্লেখ্য, অপু বিশ্বাস এক সময় নিয়মিতভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেন এবং সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতাতেও ছিলেন। তার হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি এবং পরীমণির মন্তব্য শোবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান





