হারের পর প্রতিপক্ষ কোচকে থুতু ছুড়লেন সুয়ারেজ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

লিগস কাপ ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলাফল ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন দলের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
আরও পড়ুন: নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা, সিরিজ জয়ের পথে বাংলাদেশ
শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্ষুব্ধ সুয়ারেজ প্রথমে সিয়াটলের মিডফিল্ডার ওবেদ ভারগাসকে হেডলকে ফেলে দেন। পরে দুই দলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরই মাঝে সুয়ারেজকে সিয়াটেলের সহকারী কোচের মুখে থুতু ফেলতে দেখা যায়।
আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়, নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকরা তীব্র সমালোচনা শুরু করেন। অনেকেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। একজন মন্তব্য করেন, “আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রতিপক্ষ স্টাফের দিকে থুথু ফেলা তাকে বিতর্কিত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছে।” আরেকজন লেখেন, “যদি ফিফা ও কনকাকাফ ন্যায্য থাকেন, তবে এটি সুয়ারেজের পেশাদার জীবনের শেষ ম্যাচ হওয়া উচিত।”
ইন্টার মায়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “আমি ঘটনার সময় দূরে ছিলাম, তাই মন্তব্য করতে পারছি না। তবে এমন ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কোনো প্রতিক্রিয়া হয়ে থাকে, তা হয়তো প্ররোচনার কারণে।”
এদিকে ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ঝগড়া থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এখন সুয়ারেজের বিরুদ্ধে ফিফা বা কনকাকাফের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।