ইসরায়েলি হামলায় শিশুসহ ১০৫ ফিলিস্তিনি নিহত, খাদ্য সংকট ও নাগরিক হত্যাযজ্ঞ বৃদ্ধি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৫০ জনের বেশি, যাদের অনেকেই সাহায্য সংগ্রহ করতে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সিটি দখলের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ ও পানির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিশেষ করে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাত শিশু ছিল। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, আল-আফ পরিবারের বাড়িতে এক হামলায় ১০ জন নিহত হয়েছেন, বেশিরভাগ নারী ও শিশু।

এছাড়া সাংবাদিকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার আল-মানারার রস্মি সালেম ও ইমান আল-জামলি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ এর বেশি।

আরও পড়ুন: নিজের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন ট্রাম্প

ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির জানিয়েছেন, অভিযান আরও গভীরে নেওয়া হবে। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইতোমধ্যে ৩৬৫ সেনা রিজার্ভ ডাকে সাড়া দিতে অস্বীকার করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

নেতানিয়াহু মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেন, আমরা হামাসকে পরাজিত করার জন্য লড়ছি।



---