আফগানিস্তানে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ৫ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দুই দিন আগে দেশটিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। নতুন ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত ৭৩, পুরো পরিবার নিশ্চিহ্ন

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে পড়া অনেক মানুষকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে হতাহত আরও বাড়তে পারে।

সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। এছাড়া ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ১১শ কোটি টাকায় বিক্রি হলো নেহেরুর বাংলো লুটিয়েন্স

রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় সব বাড়িই ধসে পড়েছে। প্রথম ভূমিকম্পে টিকে থাকা অনেক ঘরও দ্বিতীয় ভূমিকম্পে ভেঙে যায়। এ ছাড়া পাহাড় ধসে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুই দিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা।