১১শ কোটি টাকায় বিক্রি হলো নেহেরুর বাংলো লুটিয়েন্স

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিল্লির লুটিয়েন্স এলাকায় দেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতিবিজড়িত বাংলো বিক্রি হয়েছে। ১৭ নম্বর মতিলাল নেহেরু মার্গ রোডের এই ঐতিহাসিক বাংলোর মূল্য দাঁড়িয়েছে ১,১০০ কোটি টাকা, যা ভারতের ইতিহাসে কোনো বসতবাড়ির জন্য সর্বোচ্চ দাম।

বাংলোটি ১৪,৯৭৩ বর্গমিটার (৩.৭ একর) জায়গা জুড়ে বিস্তৃত এবং আগে রাজস্থানের রাজপরিবারের রাজকুমারী কক্কর ও বিনা রানির মালিকানাধীন ছিল। বিক্রির আগে সকল সম্ভাব্য দাবিদারদের নোটিস দেওয়া হয়েছিল। কেউ আপত্তি না জানানোয় বাংলোটি চূড়ান্তভাবে বিক্রি হয়।

আরও পড়ুন: মুম্বাইয়ে ৪০০ কেজি আরডিএক্স ও ৩৪ জঙ্গি নিয়ে হামলার হুমকি, শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা

এক নামী অ্যালকোহল ব্যবসায়ী শিল্পপতি বাংলোটি কিনেছেন। শুরুতে ১,৪০০ কোটি টাকা দাম চাওয়া হলেও শেষ পর্যন্ত ১,১০০ কোটি টাকায় চূড়ান্ত হয়েছে। লুটিয়েন্স দিল্লির অভিজাত এলাকায় অবস্থান এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বাংলোটি ব্যাপক চাহিদা পেয়েছিল।

স্থানীয় সূত্র বলছে, এত উঁচু দামের কারণে দেশটির একেবারে শীর্ষ সারির শিল্পপতিরাই কেবল বাংলোটি কিনতে সক্ষম হয়েছেন। প্রায় এক বছর ধরে দাম নিয়ে আলোচনা চলছিল।

আরও পড়ুন: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল