থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ভোটে ৫০০ আসনের মধ্যে ৪৯২ জন সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে অনুতিন পান ২৪৭টিরও বেশি ভোট, যা সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করে।

আরও পড়ুন: এনআইসিইউতে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু, তদন্তে কর্তৃপক্ষ

ভোটে জয়ের পর তিনি আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অনুতিনের এই জয় থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা বংশের জন্য বড় ধাক্কা। কারণ গত মাসে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির প্রধান পেতংতার্ন সিনাওয়াত্রাকে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারি’র অভিযোগে সাংবিধানিক আদালত বরখাস্ত করে। এর মধ্যেই নতুন নেতৃত্বে এলেন অনুতিন।

আরও পড়ুন: নভোচারী সেজে ৯ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক

উল্লেখ্য, সিনাওয়াত্রা পরিবার বিগত দুই দশক ধরে থাই রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে অনুতিনের নেতৃত্বে এই প্রভাব আরও চ্যালেঞ্জের মুখে পড়ল।

অন্যদিকে, বংশের প্রধান থাকসিন সিনাওয়াত্রা ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড ছেড়ে দুবাইয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

প্রসঙ্গত, অনুতিন অতীতে ফিউ থাই জোটের ঘনিষ্ঠ ছিলেন। তবে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় সিনাওয়াত্রাদের অবস্থানে অসন্তুষ্ট হয়ে তিনি সম্প্রতি জোট ছাড়েন এবং স্বাধীনভাবে নেতৃত্বে আসেন।