সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে আবারও মিলল নতুন তথ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব আড়াল করার জন্যই তাকে মেয়াদ শেষে দুই দফা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের আইনজীবীর জেরায় তিনি এসব কথা বলেন।
মামুন বলেন, প্রথমবার চুক্তিভিত্তিক নিয়োগে রাজি থাকলেও দ্বিতীয় দফায় রাজি ছিলেন না তিনি। তবে বাহিনীর সুনাম রক্ষায় তাকে আবারো নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো রিট শুনবে না আদালত
তিনি আরও জানান, ২০১৮ সালের নির্বাচনে কারচুপির কারণে অনেক পুলিশ অফিসার বিপিএম ও পিপিএম পদক পান। যদিও তিনি নিজেও তিনবার পদক পেয়েছেন, তবে কোন কারণে পদকগুলো দেয়া হয়েছিল তা নিশ্চিত নন।
জবানবন্দিতে সাবেক আইজিপি আরও বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। অনেক প্রভাবশালী কর্মকর্তা নিয়মিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং করতেন। তিনি এসব মিটিংয়ে অংশ নিতেন না এবং অন্যদেরও বিরত থাকতে বললেও তারা শোনেননি।
আরও পড়ুন: শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু