ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো রিট শুনবে না আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আর কোন রিট শুনতে অপারগতা জানিয়েছে আদালত।
ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট এর জবাবে আজ (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে আবারও মিলল নতুন তথ্য
আদালত আরো জানায়, ডাকসু নির্বাচন বিষয়ে আপিল বিভাগ ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে। সেই কারণে আমরা ডাকসু নির্বাচনের বিষয়টি নিয়ে আর কোনো রিট শুনব না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, "ডাকসুর নির্বাচন সংক্রান্তে জুলিয়াস সিজারের রীট আদালতের কার্যতালিকা থেকে বাদ। আলহামদুলিল্লাহ।"
আরও পড়ুন: শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন জুলিয়াস সিজার। ২৫ এর ডাকসুতে নির্বাচনে ভিপি পদপ্রার্থী হয়েছিলেন তিনি। এমনকি নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তালিকায়ও নাম ছিল তার। কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা’র অভিযোগ এনে আপত্তি তোলেন সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।