লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৮

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে পর্যটকদের কাছে জনপ্রিয় এলিভাদোর গ্লোরিয়া নামের ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফানিকুলারটি দ্রুত গতিতে নিচে নামতে গিয়ে পাশের ভবনে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটি একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিহত ও আহতদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখনও বিদেশিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: মুম্বাইয়ে ৪০০ কেজি আরডিএক্স ও ৩৪ জঙ্গি নিয়ে হামলার হুমকি, শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। নারীটিকে লিসবনের মেটারনিটি হাসপাতালে এবং শিশুটিকে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল দোনা এস্টেফানিয়া-তে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজধানী লিসবনে টানা তিনদিন শোক পালনের ঘোষণা দেন মেয়র কার্লোস মোয়েদা। তিনি বলেন,

আরও পড়ুন: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

“আমাদের শহরে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, আমরা সব পরিস্থিতিতে তাদের পাশে থাকব।”

প্রসঙ্গত, এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলারটি লিসবনের অন্যতম আকর্ষণীয় পরিবহন ব্যবস্থা। ১৮৮৫ সালে চালু হওয়া এই ক্যাবল রেল রেস্তোরাদোস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে আসছে। প্রায় ১৪০ বছর ধরে ব্যবহৃত এ পরিবহন ব্যবস্থার দুর্ঘটনার পর লিসবনের সব ফানিকুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।